এরশাদ বাদশার ডায়েরি

এরশাদ বাদশার ডায়েরি
এরশাদ বাদশার বাংলা ব্লগ

Sunday, April 17, 2016

নতুন আলোয় ক্যারিবীয় সাহিত্য

মারলন জেমস....নামটা কি চেনা চেনা লাগছে? মনে হয়না। বব মার্লে......এই নামটা তো অবশ্যই শুনেছেন।  সেই বব মার্লের দেশ জ্যামাইকার এক লেখকের নাম মারলন জেমস। আরো স্পষ্ট করে বললে, ২০১৫ সালে বুকার অ্যাওয়ার্ড বিজেতা। 
 
মারলন জেমস; ২০১৫ সালের বুকার অ্যাওয়ার্ড বিজেতা

হ্যাঁ, এই প্রথম কোনো জ্যামাইকান লেখক সাহিত্য অঙ্গনের সবেচেয়ে সম্মানের পুরষ্কার "বুকার অ্যাওয়ার্ড'' এ ভূষিত হলেন।

Friday, April 15, 2016

'বাবা'

এক

ফ্রাইংপ্যানে গরম তেলে ডিমটা ঢেলে দিতেই ছ্যাঁত করে খানিকটা তেল শিহাবের হাতে পড়লো। ফুটন্ত তেলের গরম ছোঁয়ায় সাথে সাথে ফোসকা পড়ে গেলো; 'উফ্!' যন্ত্রণায় অস্ফুট গোঙানি বেরিয়ে এলো শিহাবের মুখ দিয়ে।
'আব্বু, তুমি আসলে জানোনা কিভাবে ডিম ওমলেট করতে হয়।' হেসে বললো আরিয়ান, শিহাবের ছয় বছরের ছেলে। 


'আচ্ছা! তাহলে একসপ্তা ধরে কে তোকে ডিম ওমলেট করে খাওয়াচ্ছে?' কপট রাগ দেখিয়ে বললো শিহাব।
'খাওয়াচ্ছো ঠিকই, তবে প্রতিদিনই একটা না একটা অঘটন ঘটাচ্ছো।'
'কি রকম?'
'প্রথম দিন কি করলে? তেল গরম না হতেই ডিম ঢেলে দিলে। তারপরদিন ডিম ওল্টাতে গিয়ে পুরো ডিমেরই বারোটা বাজিয়ে দিলে। তারপরদিন ন্যাকড়া ছাড়া ফ্রাইংপ্যান নামাতে গিয়ে হাত থেকে ফেলে দিলে। তারপর......'

সহযাত্রী

বাসে উঠতেই মন অনেকটা হালকা হয়ে গেলো। উফ, কি ঝামেলাটাই না গেছে। মতিঝিল থেকে চট্টগ্রামের বাস টার্মিনাল, লম্বা জার্নি। ধকলটা খুব জবরই গেছে বলতে হবে।
সাদা শার্ট, কালো প্যান্ট আর নীল টাই পরা সুপারভাইজার আমাকে সিট দেখিয়ে দিলো। মাঝখানে জানালার পাশে আমার সিট। দারুণ স্বস্তি অনুভব করলাম, কারন- আরো অনেকের মতো জানালার পাশের সিটটা আমার প্রিয়। আর লম্বা জার্নির জন্য এতো সোনায় সোহাগা।

ব্যাগটা মাথার উপরের র‌্যাকে রেখে আয়েশ করে বসলাম সিটে। বাস ছাড়তে মনে হয়ে এখনো দেরি আছে। ক্লান্ত শরীরে আরামের ছোঁয়া লাগতেই দু'চোখ বুঁজে এলো। চোখ বন্ধ করে ভাবতে লাগলাম এ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাগুলো।

Wednesday, April 13, 2016

বাসর রাত এবং ( রম্য গল্প)


এক.
আজ মফিজের বাসর রাত। রাত তো জীবনে অনেক পার করিয়াছে সে, কিন্তু এই রাতের কথা ভাবিয়া ভাবিয়া কতো রাত যে নির্ঘুম কাটিয়া গিয়াছে তাহার কোনো ইয়ত্তা নাই। 


মফিজ তাহার জীবনে নারী সঙ্গ খুব বেশি একটা পায় নাই। ইসকুলে পড়িবার সময় তাহারই প্রতিবেশি খোদেজা, তাহার দিকে চাহিয়া চাহিয়া মুচকি হাসিতো। সেই হাসির অর্থ ধরিবার নিমিত্তে মফিজ চেষ্টা করিতো আর ভাবিয়া ভাবিয়া গলদগর্ম হইয়া যাইতো।

Tuesday, March 31, 2015

অন্য পৃথিবী

  বেশ কিছুদিন ধরে সবকিছু কেমন যেন উল্টা-পাল্টা লাগছে আমার। জাগতিক সবকিছুর উপরেই কেমন যেন বিতৃষ্ণা এসে যাচ্ছে। কেন যে এমন হচ্ছে বুঝতে পারছি না। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, মনে হচ্ছে জীবনের মানেই হারিয়ে ফেলেছি আমি। এ অবস্থা বেশিদিন চলতে থাকলে নির্ঘাত পাগল হয়ে যাবো।



  সকালে ঘুম থেকে উঠে যে কথাটি আমার প্রথমে মনে হয় তা হলো- অফিসে যেতে হবে; কিন্তু কি হবে অফিস গিয়ে? এত টাকা, এত পরিশ্রম, কার জন্য?

Thursday, April 22, 2010

পথ ভুলে


মারুফ সাহেবের হাতে খবরের কাগজ কিন্তু তিনি পড়ছেননা, শুধু ধরে আছেন বাড়ীতে কেউ নেই,
তিনি একা তার স্ত্রী মেয়েকে নিয়ে বাপের বাড়ি বেড়াতে গেছেন এতোবড় বাড়িতে একা থাকা এমনিতেই বোরিং , তার উপর তিনি ভীষন বিচলিত তার পঁয়তাল্লিশ বছরের জীবনে এতোটা বিচলিত তিনি কখনও বোধ করেননি

 জীবনের এতোটা সময় কোন ঝামেলা ছাড়া পার করে এই শেষ বেলায় এসে এতোটা অপ্রস্তুত অবস্থায় পড়ে যাবেন, তিনি স্বপ্নেও ভাবেননি