এরশাদ বাদশার ডায়েরি

এরশাদ বাদশার ডায়েরি
এরশাদ বাদশার বাংলা ব্লগ

Tuesday, March 31, 2015

অন্য পৃথিবী

  বেশ কিছুদিন ধরে সবকিছু কেমন যেন উল্টা-পাল্টা লাগছে আমার। জাগতিক সবকিছুর উপরেই কেমন যেন বিতৃষ্ণা এসে যাচ্ছে। কেন যে এমন হচ্ছে বুঝতে পারছি না। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, মনে হচ্ছে জীবনের মানেই হারিয়ে ফেলেছি আমি। এ অবস্থা বেশিদিন চলতে থাকলে নির্ঘাত পাগল হয়ে যাবো।



  সকালে ঘুম থেকে উঠে যে কথাটি আমার প্রথমে মনে হয় তা হলো- অফিসে যেতে হবে; কিন্তু কি হবে অফিস গিয়ে? এত টাকা, এত পরিশ্রম, কার জন্য?